কাবুল, ১৫ অক্টোবর: তালিবান (Taliban) আফগানিস্তানে (Afghanistan) ক্ষমতা দখলের পর সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে কোনও অত্যাচারের মুখে পড়তে না হয়, সে বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানে যাতে সংখ্যালঘুদের উপর কোনও অত্যাচার না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ওই ঘটনার পরপরই এবার কাবুলের একটি গুরুদ্বারের সদস্যদের ভয় দেখানো হয় বলে অভিযোগ।
কাবুলের দাশমেশ পিটা গুরুদ্বারে শুক্রবার আততায়ীদের একটি দল প্রবেশ করে, সেখানকার সদস্যদের ভয় দেখাতে শুরু করে বলে অভিযোগ।
ওই ঘটনার পরপরই পুনিত সিং চান্দলোক বিষয়টি নিয়ে সরব হন। পুনিত সিং বলেন, ওই গুরুদ্বারে ঢুকে সেখানকার মানুষকে ভয় দেখানোর পাশাপাশি অপমানও করা হয়। ওই সময় গুরুদ্বারে ২০ জন সদস্য হাজির ছিলেন।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আপাতত জেলই ঠিকানা, ভিডিয়ো কলে শাহরুখ, গৌরীর সঙ্গে কথা আরিয়ানের
ওই ঘটনার পর ভারতের (India) উদ্দেশে বার্তা দেন পুনিত সিং। তিনি বলেন, এই ধরনের ঘটনা রুখতে অর্থাৎ হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষকে আফগানিস্তানে যাতে নিরাপত্তা দেওয়া যায়, সে বিষয়ে ভারত সরকারকে পদক্ষেপ করার আবেদন করেন পুনিত সিং।