Imran Khan (Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৪ নভেম্বর: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে প্রচার চলাকালীন গুলিতে আহত হন ইমরান খান। ওয়াজিরাবাদে ইমরান খানের পায়ে পরপর দুবার গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। হাসপাতালে শুয়ে ইমরান খান জানান, ঈশ্বর তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, প্রচারের একদিন আগে জানতে পারেন, তাঁর উপর হামলা হলেও হতে পারে। হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও ইমরান খান কেন ট্রাকে চেপে প্রচার করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

বৃহস্পতিবার গুলি লাগার পর শুক্রবার এই প্রথম মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, তিনি সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে এসেছেন। সেনা শাসনের মাধ্যমে তাঁর দলের জন্ম হয়নি। ফলে গত ২২ বছর ধরে তিনি লড়াই করছেন বলেও জানান ইমরান খান।