Hurricane Melissa: দেশের ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী ঝড় আছড়ে পড়ল জামাইকায়। আজ, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ জামাইকার ব্ল্যাক রিভারে ল্যান্ডফল হল ৫ মাত্রার অত্যন্ত শক্তিশালী হারিকেন, যার নাম 'মেলিসা'। আটলান্টিক মহাসাগরে এত শক্তিশালী হারিকেন এর আগে হয়নি। জামাইকাতেও পাঁচ মাত্রার হারিকেন এর আগে কখনও আছড়ে পড়েনি। প্রায় ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় (১৮৫ মাইল/প্রতি ঘণ্টা) 'হারিকেন মেলিসা' যেভাবে আছড়ে পড়ল তাতে গোটা দেশ তছনছ। কিংস্টনে শতাধিক গাছ রাস্তায় উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে দুটি হাসপাতাল সহ মোট ২৫টি বাড়ি।
দেখুন মেলিসার তাণ্ডব
🇯🇲 | Video que muestra los daños y las inundaciones en el área de Black River, Jamaica, por el huracán Melissa. pic.twitter.com/kZ8uQzqPmv
— Alerta Mundial (@AlertaMundoNews) October 28, 2025
৩০০ কিমি ঝড়ের সঙ্গে হচ্ছে রেকর্ড বৃষ্টি
হারিকেনে আঘাত হানার কিছুক্ষণ আগে থেকেই গোটা জামাইকায় শুরু হয়েছে রেকর্ড বৃষ্টি। ৩০০ কিমি বেগের ঝড় আর রেকর্ড বৃষ্টির শব্দে জামাইকা যেন আতঙ্ক পুরী। এই ঘূর্ণিঝড়ে বিধ্বংসী বেগের ঝোড়ো হাওয়া, ৯ থেকে ১৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস, এবং প্রায় ৪০ ইঞ্চি পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে, যা হঠাৎ বন্যা ও ভূমিধস ডেকে আনতে পারে। জামাইকায় এই দুর্যোগে বড় ধ্বংসের আশঙ্কা রয়েছে, কারণ ওই অঞ্চলের কোনো বাড়িই ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের চাপ সহ্য করার ক্ষমতা নেই।
জামাইকার ব্ল্যাক রিভারে আঘাত হামল হারিকেন মেলিসা
🚨 Tropical Alert: Category 5 Hurricane Melissa strikes Black River, Jamaica, with fierce winds and heavy rain. Stay safe, stay indoors, and follow local updates. Our thoughts are with everyone in the path. #HurricaneMelissa #Jamaica #StaySafe #WeatherAlert pic.twitter.com/d1rpGNTWOL
— ceanpolitics (@ceanglobal) October 28, 2025
ধাপেধাপে শক্তি বাড়িয়েই দৈত্য ঝড়ে পরিণত
এই হারিকেন এত বেশি শক্তিশালী ও ভয়ানক, কারণ ধাপেধাপে এর শক্তি বেড়েছে। গত সপ্তাহে মঙ্গলবার এটা একটা সাধারণ বড়মাপের ঝড় ছিল। তারপর সেটা ক্যাটাগরি ৩, তারপর ৪, আর দিন দুয়েক আগে ক্যাটাগরি ৫-এর হারিকেনে পরিণত হয়। এত বড়মাপের একটা ঝড় সামলানোর একটাই উপায় যত বেশি সংখ্যক মানুষদের অন্যত্র পাঠিয়ে দেওয়া। জামাইকার অন্তত ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরেও আশঙ্কা থেকে যাচ্ছে।
হারিকেনের আঘাত উসেইন বোল্টের দেশে
Jamaica under siege from Category 5 Hurricane Melissa! One of the STRONGEST Atlantic hurricanes EVER—185 MPH winds! Floods, landslides & devastation. "Storm of the century" hitting NOW.#HurricaneMelissa #JamaicaEvac #Category5 #ClimateCrisis #Melissa #Hurricane #Cyclone pic.twitter.com/MWOlVchasu
— know the Unknown (@imurpartha) October 28, 2025
যোগাযোগ বিচ্ছিন্ন , নেই বিদ্যুত
৩০০ কিলোমিটার গতির হারিকেন আছড়ে পড়ার মিনিট ২০ আগে থেকেই সেইসব অঞ্চলের বিদ্যুত চলে যায়। মিনিট পাঁচেক আগে থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই উসেইন বোল্টের দেশে এখন ঠিক কী ধ্বংসলীলা চলছে তা বোঝা কঠিন। তবে অসম্ভব শক্তিশালী এই ঝড়ের আছড়ে পড়ার আগে জামাইকা থেকে আসা বিভিন্ন ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক কতটা ধ্বংসলীলা অপেক্ষা করে আছে তাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, হারিকেন মেলিসা চলে যাওয়ার পর জামাইকরা মানচিত্র পর্যন্ত বদলে যেতে পারে। ১৯৯৮ সালে জামাইকায় ৩ মাত্রার একটি হারিকেন আছড়ে পড়েছিল, তাতে ৪৯ জন মারা যান। সেটাই সাম্প্রতিক কালে জামাইকায় আসা সবচেয়ে বড় ঝড়। কিন্তু এবার হারিকেন মেলিসা সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে।