ওয়াশিংটন, ২১ সেপ্টেম্বর: ক্যারিবিয়ান দ্বীপের পুয়ের্তো রিকোয় আছড়ে পড়ল শক্তিশালী ঝড় ফিয়োনা। পুয়ের্তো রিকোয় শক্তিশালী হ্যারিকেল ফিয়োনা আছড়ে পড়ায়, জনজীবন বিপর্যস্ত হতে শুরু করেছে। হ্যারিকেন ফিয়োনার জেরে পুয়ের্তো রিকোয় একের পর এক বাড়িঘর, রাস্তাঘাট ভেঙে পড়তে শুরু করেছে। ফলে ক্যারিবিয়ান দ্বীপের এই ছোট্ট অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই সঙ্গে ধ্বস নামতে শুরু করছে একাধিক জায়গায়। ফিয়োনার জেরে উপকূলবর্তী এলাকা থেকে সেখানকার বহু মানুষকে সরিয়ে নিরাপদ জাগায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন...
Hurricane Fiona has devastated the Puerto Rico in the Caribbean. This has obstructed the power supply. Roads are blocked. Multiple landslides have occurred. Many people have been displaced. Here's a look at the condition of #PuertoRico.#NewsMo #UnitedStates pic.twitter.com/0g59i1vRke
— IndiaToday (@IndiaToday) September 21, 2022
ফিয়োনার জেরে যখন ভেসে যাচ্ছে পুয়ের্তো রিকো, সেই সময় ভাসতে শুরু করে একাধিক গাড়িও।
Hurricane Fiona has devastated Puerto Rico. Torrential rain has caused flooding to surge around the island with most regions still without power. Take a look:pic.twitter.com/1mAQhQNUpe
— Steve Hanke (@steve_hanke) September 20, 2022