পানামাতে দুদিনের সফরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaisankar)। দুদিনের এই সফরের শুরুতেই পানামাতে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। পানামা শহরের সিনকো দি মেয়ো স্কোয়ারে(Cinco De Mayo Square) গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি।
এই সফরের মধ্যে দিয়ে দেশ বিদেশের বহু নেতাদের সঙ্গে বৈঠক সারবেন বিদেশমন্ত্রী। ইন্ডিয়া সিকা(India-Sika) বৈঠকেও অংশগ্রহন করবেন তিনি। যেখানে ৮ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সারবেন তিনি।।
পানামার পরে ২৫ এপ্রিল কলম্বিয়ার দিকে রওনা দেবেন জয়শঙ্কর। কলম্বিয়ার বিদেশমন্ত্রী আরভারো লেইভা দুরানের (Alvaro Leyva Duran) সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দু-দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একপ্রস্থ আলোচনা হবে বলে জানা গেছে।
১৯৯৯ সালে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের পর ডমিনিকান রিপাবলিকের এই দেশটিতে প্রথম উচ্চ পর্যায়ের ডেলিগেশন পাঠানো হল। সান্টো ডোমিনগোতে ২০২২ সালে ভারতীয় দূতাবাস স্থাপনের পরে এই প্রথম সফর সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
EAM pays homage to Mahatma Gandhi in Panama City
Read @ANI Story | https://t.co/YiMVs8cpMB#EAM #Jaishankar #Panamacity #MahatmaGandhi pic.twitter.com/qne6jjlVBT
— ANI Digital (@ani_digital) April 25, 2023