হাউস্টন, ২৩ সেপ্টেম্বর: Howdy, Modi! মার্কিন মুলুকে 'হাউডি মোদি'র মঞ্চ মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হাউস্টনের এনআরজি স্টেডিয়ামে একেবারে ভিড়ে ঠাসা মঞ্চে কখনও পাকিস্তানকে আক্রমণ, তো কখনও দেশের ভাষা বৈচিত্র্যের কথা বললেন। মোদি বোঝালেন মার্কিন সফরে তিনি মন জিততে এসেছেন। সংবিধানের ৩৭০ ধারা রদের প্রক্রিয়া নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে মোদি সাফ জানালেন, জম্মু-কাশ্মীরের মানুষের ভালই জন্যই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানকে বিদ্ধ করেন মোদির সেই স্বভাব সিদ্ধ ভাষণ আর শরীরী ভাষায়।
হাউডি মোদি-র মঞ্চে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বসিত। তবে ট্রাম্প নন, সব আলো কাড়লেন মোদি। ডেমোক্র্যাটদের গড় হিসাবে পরিচিত টেক্সাসে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করলেন মোদি। আরও পড়ুন-সারদার পর এবার রোজভ্যালি কাণ্ডেও রাজীব কুমারকে নোটিশ পাঠাল CBI, দ্রুত হাজিরার নির্দেশ
মোদি-ট্রাম্প, দু জনেই দুজনের প্রশংসায় ভরিয়ে দিলেন। মোদিকে সবচেয়ে বেশি আক্রমণাত্মক শোনাল সন্ত্রাসবাদ ইস্যুতে। প্রধানমন্ত্রী বললেন, '' মুম্বইয়ের ২৬/১১ হামলাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ সন্ত্রাসের মূলচক্রীরা এক জায়গা থেকেই আসছে।''
পাকিস্তানকে ঘুরিয়ে বার্তা পাঠিয়ে মোদি বললেন, '' যারা এখনও নিজেদের দেশেই ঠিকমত সামলাতে পারে না, তাদের কাশ্মীর নীতি নিয়ে সমস্যা রয়েছে। আসলে ওদের রাজনীতি হল ভারতের বিরুদ্ধে ঘৃণা আর সন্ত্রাসের জন্ম দেয়।"
#WATCH PM Narendra Modi: Article 370 had deprived people of Jammu and Kashmir and Ladakh of development. Terrorist and separatist elements were misusing the situation. Now after abrogation, people there have got equal rights. pic.twitter.com/mNa2d7kJkK
— ANI (@ANI) September 22, 2019
সন্ত্রাসবাদ রুখতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাতেহাত ধরে লড়াই করার কথা বলে মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচনে সমর্থনের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বললেন, ''অব কী বার ট্রাম্প সরকার।''