Doctor Misled Patients: ক্যান্সারের ভয় দেখিয়ে চিকিৎসার নামে মহিলাদের স্তন-যৌনাঙ্গে হাত ডাক্তারবাবুর!
যৌননিগ্রহ (প্রতীকী ছবি: File Image)

লন্ডন, ১১ ডিসেম্বর: শরীরে বাসা বাঁধতে পারে দুরারোগ্য ব্যাধি৷ তাই প্রতিনিয়ত পরীক্ষা করতে হবে স্তন ও যোনি৷ এমন পরামর্শই দিতেন চিকিৎসক (Doctor)৷ উদাহরণ হিসেবে নাম নেওয়া হত অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie)৷ রোগীর মনে এমন আতঙ্ক ছড়িয়েই পরীক্ষার নাম করে তাঁদের স্তন-যোনিতে হাত দিতেন চিকিৎসক৷ ঘটনা লন্ডনের৷ অভিযুক্ত চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গিয়েছে।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম মণীষ শাহ বলে জানা গিয়েছে৷ মণীষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রায় ২৫ জন মহিলা৷ মামলাও শুরু হয়েছে ডঃ মণীশের বিরুদ্ধে৷ এনডিটিভির খবর অনুযায়ী, নিগৃহীতা মহিলাদের পক্ষের আইনজীবী জানান, একপ্রকার জোর করেই মহিলা রোগীদের স্তন (Breast) ও যোনি পরীক্ষা করতেন মণীশ৷ ক্যান্সারের ভয় দেখাতেন৷ নির্দিষ্ট বয়সের পর মহিলাদের স্তন ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়৷ তবে শুধু ক্যান্সারই নয়৷ আরও কিছু স্ত্রীরোগ রয়েছে যা ক্যান্সারের থেকেও ভয়ানক৷ এমন ভয় দেখাতেন তিনি। আরও পড়ুন: Rajya Sabha TV: ভেঙ্কাইয়া নায়ডুর নির্দেশে বন্ধ রইল রাজ্যসভা টিভির টেলিকাস্ট

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এই চিকিৎসক৷ শুধু যৌন নির্যাতন নয়, নিজের রোগীদের আলিঙ্গন করা থেকে চুমু (Kiss) খাওয়া কোনটাই বাদ রাখতেন না তিনি৷ এই ধরণের অভব্য ব্যবহারের জন্য হাসপাতাল থেকে ২০১৩ সালে তাঁকে নির্বাসিতও করা হয়। অভিযোগ নিজেই মহিলাদের স্তন ও যোনি ছুঁয়ে দেখতেন তিনি৷ অনেক সময় আবার পায়ুদ্বারও পরীক্ষা করা হত৷ এভাবেই নিজের বিকৃতকামনা চরিতার্থ করতেন ডঃ মণীষ৷