ইরান-ইজরায়েলের যুদ্ধে (Israel-Iran Conflict) আমেরিকা যদি ইজরায়েলকে সমর্থন করে তার ফল ভালো হবে না। পুরো ফিল্মি কায়দায় মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠন হুথি। এই যুদ্ধে প্রথম থেকেই ইরানের পাশে ছিল না আমেরিকা। অন্যদিকে, ইজরায়েলকে অস্ত্র, ফাইটার জেট ইত্যাদি দিয়ে সমর্থন করে এসেছে তাঁরা। কিন্তু সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করেনি। তবে কয়েকদিন আগেই আয়াতোল্লা খামেনিকে চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই বোঝা যাচ্ছিল, এই যুদ্ধ এবার সরাসরি নাক গলাতে চলেছে আমেরিকা।
ট্রাম্পের মাথাব্যাথার কারণ হুথি
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, আমেরিকার এই নাক গলানো নিয়ে এবার কড়া বার্তা দিলে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হুথি। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, লোহিত সাগরে যে সমস্ত মার্কিনের জাহাজ রয়েছে, সেগুলি তাঁদের টার্গেটে রয়েছে। যদি কোনওভাবে ইজরায়েলকে সরাসরি মদত করতে গেছে, তাহলে এই জাহাজগুলিতে হামলা চালাবে হুথিরা। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকাকে এক জঙ্গিগোষ্ঠী এভাবে হুমকি দেবে তা সম্ভবত স্বপ্নেও কল্পনা করতে পারেনি ট্রাম্প। তবে্ হুথি তাঁদের আগে থেকেই মাথাব্যাথার কারণ ছিল।
ইজরায়েল-ইরানের যুদ্ধ
এর আগে গত মে মাসে লোহিত সাহরে একটি মার্কিন জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরে সেই ঘটনার দায় স্বীকার করে হুথিরা। ফলে ইজরায়েলকে সমর্থন করা মানে আমেরিকার রাতের ঘুম কেড়ে নিতে পারে হুথি। সেই সঙ্গে হেজবোল্লা বা হামাসের মতো জঙ্গি সংগঠনগুলিও এই হামলায় সামিল হলে আলাদা সমস্যায় পড়বে আমেরিকা। প্রসঙ্গত, ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এক সপ্তাহের মতো বেশি সময় ধরে চলছে। ইতিমধ্যেই দুই দেশের অসংখ্য জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। মৃত্যু হয়েছে একাধিক নাগরিকের।