ইজরায়েলের গাজায় আক্রমণের পর ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হাউথিস তীব্র বিরোধিতা করেছিল। পরে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের ওপর সীমান্তের ওপার থেকে মিসাইলও ছুড়েছিল হাউথিস গোষ্ঠী। কিন্তু ইজরায়েলের তেমন ক্ষতি তারা করতে পারেনি।
তবে এবার ইয়েমেনের কাছে দক্ষিণ রেড সি-তে এক পণ্যবাহী জাহাজকে অপহরণ করল হাউথিস গোষ্ঠী। 'গ্যালাক্সি লিডার' (Galaxy Leader Ship) নামের অপহৃত জাহাজটিতে চালক সহ ২২ জন ক্রু আছে। তাদের দাবি, এই জাহাজটি ইজরায়েলের। আর তুরস্ক থেকে ভারতের উদ্দেশ্যে ভেসে আসা গ্যালাক্সি লিডার নামের জাহাজের ২২ জন কর্মীই ইজরায়েলের বলে জানিয়েছে হাউথিস।
দেখুন এক্স
Reports of the Houthi group hijacking an Israeli ship, 'Galaxy Leader', with 22 people on board. pic.twitter.com/6YN4EAPiod
— IntelSky (@Intel_Sky) November 19, 2023
দেখুন ইজরায়েলের বক্তব্য
Israel Defense Forces tweets, "The hijacking of a cargo ship by the Houthis near Yemen in the southern Red Sea is a very grave incident of global consequence. The ship departed Turkey on its way to India, staffed by civilians of various nationalities, not including Israelis. It… pic.twitter.com/D75EFur8rf
— ANI (@ANI) November 19, 2023
ইজরায়েল সেনা জানিয়েছে, দক্ষিণ রেড সি-তে হাউথিসের অপহরণ করা জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। অপহরণ করা জাহাজটি ইজরায়েলের নয়। জাহাজটিতে বেশ কয়েকজন বিদেশী ক্রু-য়ের সঙ্গে ইজরায়েলের নাগরিকও আছে।