Israeli Galaxy Leader Ship Hijack. (Photo Credits: X)

ইজরায়েলের গাজায় আক্রমণের পর ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হাউথিস তীব্র বিরোধিতা করেছিল। পরে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের ওপর সীমান্তের ওপার থেকে মিসাইলও ছুড়েছিল হাউথিস গোষ্ঠী। কিন্তু ইজরায়েলের তেমন ক্ষতি তারা করতে পারেনি।

তবে এবার ইয়েমেনের কাছে দক্ষিণ রেড সি-তে এক পণ্যবাহী জাহাজকে অপহরণ করল হাউথিস গোষ্ঠী। 'গ্যালাক্সি লিডার' (Galaxy Leader Ship) নামের অপহৃত জাহাজটিতে চালক সহ ২২ জন ক্রু আছে। তাদের দাবি, এই জাহাজটি ইজরায়েলের। আর তুরস্ক থেকে ভারতের উদ্দেশ্যে ভেসে আসা গ্যালাক্সি লিডার নামের জাহাজের ২২ জন কর্মীই ইজরায়েলের বলে জানিয়েছে হাউথিস।

দেখুন এক্স

দেখুন ইজরায়েলের বক্তব্য

ইজরায়েল সেনা জানিয়েছে, দক্ষিণ রেড সি-তে হাউথিসের অপহরণ করা জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিল। অপহরণ করা জাহাজটি ইজরায়েলের নয়। জাহাজটিতে বেশ কয়েকজন বিদেশী ক্রু-য়ের সঙ্গে ইজরায়েলের নাগরিকও আছে।