ইজরায়েল হামাস যুদ্ধে এবার বাকি পণবন্দিদের যাতে ছেড়ে দেওয়া হয় তার জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হামাসের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netaniyahu)।
হামাসের পক্ষ থেকে বেশ কিছু পণবন্দিকে ছেড়ে দেওয়া হলেও এখনও কিছুজনকে আটকে রেখেছে তারা। যে কারণে ইজরায়েলের তরফে পণবন্দিদের উদ্ধারে আরও জোর লাগানো হচ্ছে। তবে এর মধ্যেই দুই শক্তিধর রাষ্ট্রের প্রধানের কাছে অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু।যাতে হামাসের ওপর আলাদাভাবে যুদ্ধ ছাডা়ও কূটনৈতিকভাবে চাপ তৈরী করা যায়।
তবে স্থল অভিযান এবং বিমান হামলা সমানে জারি রাখা হয়েছে ইজরায়েলের তরফে। যে কারণে গাজায় নিহতের পরিমান বর্তমানে দাঁড়িয়েছে ২০ হাজার। তবে এতসত্বেও কোনভাবেই পণবন্দিদের ছাড়তে নারাজ হামাস (Hamas)। স্থল অভিযানে নেমে প্রতিদিনই দু একজন করে ইজরায়েলের সেনা নিহত হচ্ছে। যা পরোক্ষে চাপ বাড়াচ্ছে ইজরায়েলের সরকারের ওপর। এই পরিস্থিতিতে যাতে দ্রুত সমস্ত পণবন্দীদের ইজরায়েলে পুনরায় যাতে ফিরিয়ে আনা যায় তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইজরায়েল।
Israel Prime Minister #BenjaminNetanyahu has appealed to Chinese President #XiJinping and Russian President #VladimirPutin to speak with Hamas to release the citizens of their respective countries held captive by the outfit since October 7.#IsraelPalestineWar pic.twitter.com/Z9QVCVR1qE
— IANS (@ians_india) December 26, 2023