Horrific Accident: ট্রেন (Train) আসার সময় হলে কোনও ধরনের ঝুঁকি যে কারও নেওয়া উচিত নয়, তার ফের প্রমাণিত হল। ট্রেন আসার সময় গেট পড়লে, তা টপকানোর সাহস যাতে কেউ না দেখান, সে বিষয়ে সতর্কতা এবার ফের প্রকাশ্যে এল। তবে ঘটনাস্থল ভারত নয়, সুদূর পোলান্ড (Poland)।
পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষেরই গেট পড়লে, রেললাইন (Rail Line) টপকে ট্রেনের আগে গন্তব্য পৌঁছনোর যে ইচ্ছা যে প্রকট, তা ফের স্পষ্ট। তাইতো পোলান্ডে ট্রেন আসার আগে গেট পড়লে, তা টপকে যাওয়ার চেষ্টা করেন এক গাড়ি চালক। ফলে গেট পড়তেই তিনি গাড়ি নিয়ে এগিয়ে যান। তবে গেট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তিনি তা টপকে গাড়ি নিয়ে অন্য পারে যেতে পারেননি। ট্রেন আসার আগে দু দিকের গেট পড়ে যাওয়ায়, রেললাইনের মাঝে তিনি আটকে পড়েন।
এরপরই দুরন্ত গতিতে ট্রেন ছুটে আসতে শুরু করে। দুরন্ত গতিতে ট্রেনটি যখন কাছে এগিয়ে আসে, সেই সময় এক ধাক্কায় গাড়িটি পুরো খণ্ড বিখণ্ড হয়ে যায়। ট্রেনের ধাক্কায় গাড়ির একদিক পুরো ভেঙে পড়ে। গাড়ির ভিতরে তখনও চালক ছিলেন। ফলে তাঁর কী পরিণতি হয় শেষ পর্যন্ত, তা জানা যায়নি স্পষ্ট করে।
দেখুন সেই ভিডিয়ো যখন ট্রেনের ধাক্কায় গাড়িটি পুরো ভেঙে যায়...
Van driver runs the red light and gets hit by a train pic.twitter.com/n3223QyuzJ
— TaraBull (@TaraBull808) August 6, 2025
ভয়াবহ ভিডিয়োটি ছড়িয়ে পড়ে হু হু করে...
-- OUCH! A van driver in Poland ran a red light and got wrecked by a train. pic.twitter.com/7npqfgTXUg
— Belaaz News (@TheBelaaz) August 7, 2025
তবে যে গতিতে ট্রেনের ধাক্কা ওই গাড়িটিকে লাগে, তাতে চালকের অক্ষত থাকার সম্ভাবনা যে খুব কম, তা ভিডিয়ো থেকেই স্পষ্ট হয়ে যায়।