২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের লক্ষ্যে জঙ্গী সংগঠন জামায়াত-ই-ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বারা সমর্থিত উগ্র কট্টরপন্থীদের একটি দল, যাদের বেশিরভাগই যুবক, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ধোঁকাবাজির পাশাপাশি হিন্দুদের লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে।
এদিকে জঙ্গী সংগঠন জামায়াত-ই-ইসলামী দ্বারা প্রবলভাবে সমর্থিত নুরুল হক নুর নির্বাচনে অংশগ্রহণ না করেই সরকারকে উৎখাত করার চেষ্টায় বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন। এমনকি তার কিছু সহযোগী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ অবস্থানের জন্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু জনজাতি ও প্রতিবেশী ভারতের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হিন্দুদের ধর্মগ্রন্থ নিয়ে ন্যাক্কারজনক কথা বললেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং নুরুল হক নুরের শীর্ষ সহযোগী তারেক রহমান।হিন্দুদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ থেকে তারেক অত্যন্ত দৃপ্ত ভাবে ফেসবুক লাইভে বলেন, “হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কোনো নৈতিক শিক্ষা দেয় না—সব ধর্মীয় ধর্মগ্রন্থই পর্ণ স্ক্রিপ্ট। ।
১৯৭১ সালে পাকিস্তান থেকে এই দেশের জন্ম। ধর্ম নিরপেক্ষ দেশ গঠন হওয়ার সময় যারা এই কাজে বাধা দিয়েছিলেন সেই জামায়াত নেতারা তখন থেকেই চেয়েছিলেন হিন্দুদের "নিশ্চিহ্ন" করে দিতে।সেই আহ্বানের সঙ্গে এই বিবৃতিটির তুলনা করেছেন অনেক নেটিজেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই। নেটিজেনদের বক্তব্য নুরুল খোলাখুলিভাবে নির্বাচনের মুখোমুখি না হয়ে ক্ষমতা অর্জনের উপায় হিসেবে ধর্মীয় মেরুকরণ ও রাজনৈতিক উস্কানির ওপর জোর দেন।