দিল্লি, ৮ ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে এবার মুখ খুললেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তসলিমা বলেন, কেউ কেউ ভাবেন, হিজাব মানে ধর্মনিরপেক্ষতা। কিন্তু না, হিজাব মানে ইসলামের ধর্মীয় প্রতীক। নারীকে পর্দার আড়ালে রাখার একটি কৌশল হল হিজাব। অর্থাৎ হিজাবকে নারী বিদ্বেষ হিসেবে প্রকাশ করা হয় বলে দাবি করেন তসলিমা। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্ম নিরপেক্ষ দেশ তৈরি করতে সব ধরণের ধর্মীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন তসলিমা নাসরিন।
Some ppl think hijab is a symbol of secularism. No,it's not. It's a symbol of Islamism & misogyny. Secularism means without religion. Embracing all religions equally is not secularism,rather it is superduper-religionism.U want a secular space?Avoid all kinds of religious symbols.
— taslima nasreen (@taslimanasreen) February 8, 2022
কর্ণাটকের উদুপি পিইউ কলেজে হিজাব বিতর্ক তুঙ্গে। কর্ণাটকের ওই কলেজে হিজাব বনাম গেরুয়া উত্তরীয়র লড়াই শুরু হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
আরও পড়ুন: Hijab Row: হিজাব পরতে না দিয়ে কর্ণাটক সরকার ভারতীয় সংবিধান লঙ্ঘন করছে, তোপ ওবেইসির
হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্ক যাতে আর ছড়াতে না পারে, তার জন্য মাঠ নামতে হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্কে ইতি টানতে আদামী ৩ দিন দক্ষিণের এই রাজ্যে সমস্ত স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছেবিজেপি সরকারের তরফে।