Everest Helicopter Crashes. (Photo Credits:X)

Everest Helicopter Crashes: পাহাড়চূড়ায় আকাশ থেকে ভেঙে পড়ল বিমান। এভারেস্ট বেস ক্যাম্পে উদ্ধার অভিযানের সময় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে বরফঢাকা এলাকায় ভেঙে পড়ল উদ্ধারকারী হেলিকপ্টার। প্রাণে বেঁচে ফিরেছেন পাইলট। যা ধরনের ঘাতক দুর্ঘটনার ক্ষেত্রে অত্যন্ত বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামনাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে, বরফে অর্ধেক গাঁথা অবস্থায় উল্টে রয়েছে হেলিকপ্টারটি। ভয়ঙ্কর জোরে আঘাত লেগেছে বলে আন্দাজ করা হচ্ছে।

কীভাবে হয় বিমান দুর্ঘটনাটি

স্থানীয় সূত্রে খবর, খারাপ আবহাওয়া ও প্রবল তুষার ঝড়ের জেরে কয়েকজন পর্বতারোহী আটকে পড়েন বেস ক্যাম্পের কাছাকাছি। তাঁদের উদ্ধারের জন্য পাঠানো হয় রেসকিউ হেলিকপ্টার। কিন্তু তুষারপাত ও হিমশীতল হাওয়ার চাপে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এভরেস্টের বেসক্যাম্পের মত জায়গায় উদ্ধারকাজ সব সময়ই অত্যন্ত বিপজ্জনক।

দেখুন ভিডিও

১০ বছর আগে এমন দুর্ঘটনা হয়

অতীতে এমন ধরনের বহু দুর্ঘটনার সাক্ষী থেকেছে হিমালয়। ২০১৫ সালে এভারেস্ট তুষারধস উদ্ধার অভিযানের সময়ও এমন বিপর্যয় দেখা গিয়েছিল। বরফে ঢেকে থাকা দুর্গম এলাকা, হিমাঙ্কের অনেকটা নিচে থাকার তাপমাত্রা ও হঠাৎ আবহাওয়া পরিবর্তন। সব মিলিয়ে প্রতিটি উদ্ধারকর্মীর কাছে এটি চরম ঝুঁকির কাজ।