Shinzo Abe (Photo Credits: IANS)

টোকিও, ৯ জুলাই: রাজধানী টোকিও ছেড়ে নির্বাচনী প্রচার যাওয়ার সময় আত্মীয়-পরিবার, অনুগামীদের বলেছিলেন, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। জাপানের সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী শিনজো আবে বাড়ি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে। টোকিও থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে নারা শহরে স্থানীয় সময় এক নির্বাচনী পথসভায় বক্তৃতা রাখার সময় গুলিবিদ্ধ হন আবে। তারপর অত্যন্ত গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পরেও শেষ অবধি আবে-কে বাঁচানো সম্ভব হয়নি।

আজ, শনিবার সকালে শিনজো আবের মরদেহ টোকিওতে আনা হল। টোকিওর রাস্তায় আবে-র কফিনবন্দি দেহ দেখে সবার চোখে জল।  দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা জাপান।

আগামী তিন দিন তাঁর মরদেহ শায়িত থাকবে অনুগামীদের শ্রদ্ধার জন্য। এরপর মঙ্গলবার, ১২ জুলাই শিনজো আবে-র শেষকৃত্যু সম্পন্ন হবে। গোটা জাপান জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক। আরও পড়ুন: দেখুন শিনজো আবে হত্যার ভিডিও

দেখুন টুইট

কী করে এমনটা হয়ে গেল তা ভাবতে গিয়ে এখনও দিশাহারা সূর্যোদয়ের দেশে। গত বছর টোকিও অলিম্পিকে সফলভাবে আয়োজন করে গোটা দুনিয়ার প্রিয় হয়ে গিয়েছেন। আধুনিক জাপান গড়ার পিছনেও তাঁর হাত অবদান অনেক। সেই শিনোজ আবে গতকাল আততায়ীর গুলিতে প্রাণ হারান। শিনজ আবে-র হত্যার ঘটনায় ৯০জনের বিশেষ টাস্ক ফোর্স করল জাপান সরকার।