Photo Credits: ANI

খালিস্তান জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের পর এক বছর অতিক্রান্ত। খালিস্তানি (Khalistani) জঙ্গির প্রথম মৃত্যুবর্ষিকীতে কানাডার (Canada) হাউস অফ কমন্সকে নীরবতা পালন করতে দেখা যায়। ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানিরা প্রতিবাদে সামিল হয়। প্রসঙ্গত গত বছর ১৮ জুন কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুন হয়। ব্রিটিশ কলম্বিয়ার সুরেতে খুন করা হয় হরদীপ সিং নিজ্জরকে। খালিস্তানি চরমপন্থী নিজ্জরের খুনের পর থেকেই ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে।

আরও পড়ুন: Hardeep Singh Nijjar Killing: খালিস্তানি নিজ্জর খুনে জড়িত সন্দেহে গ্রেফতার ৩ ভারতীয়, কানাডা কোনও তথ্য পেশ করেনি, স্পষ্ট জানাল MEA

নিজ্জরের খুনের পর এক বছর অতিক্রান্ত হতেই ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদের সামিল হয় খালিস্তানপন্থীরা। সবকিছু মিলিয়ে নিজ্জর খুনের পর এক বছর অতিক্রান্ত হতেই ফের ভারতের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থীরা।