ওয়াশিংটন, ৬ অক্টোবর: মার্কিন মুুুলুকে (US) ভারতীয় বংশোদ্ভুদ পরিবারকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়ায় শিশু-সহ এক ভারতীয় পরিবারের ৩ সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। প্রথমে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুদ ওই পরিবারকে অপহরণ করা হয়। তারপর নির্মমভাবে হত্যা করা হয় ৪ জনকে। ক্যালিফোর্নিয়ায় (California) বসবাসকারী ওই পরিবারকে সোমবার অপহরণ করা হয়। বৃহস্পতিবার ওই ৪ জনের মৃতেদহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় বংশোদ্ভুদ পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধারের পর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ওই পরিবারের সদস্যদের প্রথমে হাত বাধা হয়। তারপর হাত বাধা অবস্থায় জোর করে তাঁদের ট্রাকে তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: US Video: বিদেশের মাটিতে নির্মম খুন? ক্যালিফোর্নিয়ায় অপহৃত ভারতীয় বংশোদ্ভুদ ৪ জনের মৃতদেহ উদ্ধার
ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মৃতদেহ মধ্যে রয়েছে ছোট আরোহি। সেই সঙ্গে রয়েছেন ওই শিশুর বাবা, মা এবং কাকা। ৮ মাসের আরোহির সঙ্গে জসদীপ সিং, জ্যাসলিন কউর, আমনদীপ সিংকও নির্মমভাবে খুন করে ফেলে রাখা হয় বলে জানা যাচ্ছে পুলিশের তরফে।
কী কারণে ভারতীয় বংশোদ্ভুদ পরিবারকে বিদেশের মাটিতে নির্মমভাবে কুন করা হয়, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।