Israel-Hamas Conflict: ইজরায়েলের চুক্তিতে সম্মতি! যুদ্ধবিরতির জন্য কাইরোতে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত হামাস

অবশেষে ইজরায়েলের (Israel) চুক্তিতে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে হামাস। জানা যাচ্ছে, যুদ্ধবিরতির জন্য কাইরোতে যাবে হামাসের প্রতিনিধি দল। দীর্ঘ কয়েকমাস ধরে চলা এই যুদ্ধে ক্ষতিগ্রস্থ হয়েছে গাজার একাংশ। বিশেষ করে হামাসের নির্মূল করার যে প্রচেষ্টা চালিয়েছিল তার কিছুটা সফল হয়েছে ইজরায়েল।

আর সেই কারণেই এই চুক্তিতে সম্মতি নেওয়ার জন্য হামাসকে মাত্র ৭ দিনের সময় দিয়েছিল নেতানিয়াহুর সরকার। আর সম্মতি না মিললে গাজার রাফায়তে ফের বড়সড় হামলা চালানোর হুশিয়ারি দেওয়া হয়েছিল। ফলে কার্যত চাপে পড়েই চুক্তিতে সম্মতি জানিয়েছে হামাস।

হামাসের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করা, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, জনগণের দাবি নিয়ে প্যালেস্তানি প্রতিরোধী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে চুক্তি করতে কাইরোতে যাচ্ছি। আমাদের বিশ্বাস ইজরায়েলি সরকারের গুরুত্ব সহকারে আমাদের উদ্বেগগুলি বিবেচনায় নেবে"।