IDF In Gaza Border (Photo Credit: Twitter)

যে কোনও সময় গাজায় ঢুকে পড়তে পারে ইজরায়েলের সেনা। আর আকাশপথে নয় গাজায় পদাতিক সেনা (Israeli ground operation) পাঠিয়ে যুদ্ধ দ্রুত শেষ করতে চায় ইজরায়েল। গাজায় প্রবেশ করতে ইজরায়েল সরকারের সবুজ সঙ্কেত পেলেই ঝাঁপিয়ে পড়বে IDF-সেনা। গাজা সীমান্তে ভিড় জমাতে শুরু করছে ইজরায়েলের ট্যাঙ্ক, কামান, সেনা। সেটা টের পেয়ে হুমকির সুরে জঙ্গি গোষ্ঠী হামাস জানাল, তাদের ৩৫ হাজার সেনা গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত।

ইজরায়েলি সেনা দেখলেই তাদের যোদ্ধারা পাগল কুকুরের মত ঝাঁপিয়ে পড়বে বলে হামাসের মুখপাত্র জানাল। ইজরায়েলের অভিযোগ, গাজা সাধারণ মানুষদের নিজেদের দাস বানিয়ে কাজে লাগাচ্ছে হামাস। হামাসকে দ্রুত শেষ করার ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে সে দেশের বহু মানুষকে পণবন্দি করে নিয়ে গাজায় আটকে রেখেছে হামাস। সেদিন থেকেই যুদ্ধ ঘোষণা করে গাজায় ক্রমাগত রকেট, বোমা বর্ষণ করে হামাসকে চাপে রাখছে ইজরায়েল। গাজায় জল, খাবার, ওষুধ, জ্বালানী তেল সহ সব প্রয়োজনীয় জিনিসই সীমান্ত পেরিয়ে যেতে দিচ্ছে না ইজরায়েল। চাপে পড়ে এখন বন্দিদের মুক্তি দিচ্ছে হামাস। বন্দিদের মুক্তির বিষয়টির জন্যই ইজরায়েলের সেনা এখনও গাজায় ঢুকছে না বলে বিশেষজ্ঞদের মত।