Gaza Bombing (Photo Credit: Twitter)

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইজরায়েলের স্ট্রাইকে গাজার বেশ কিছু অংশ পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় ইজরায়েলের আকাশপথে হামলায় সব কিছুই শেষ হওয়ার পথে। প্রতিদিনই ইজরায়েলের IDF হামলা চালিয়ে হামাসকে শেষ করে দিচ্ছে। তবে হামাসকে শেষ করতে গিয়ে বহু সাধারণ মানুষও মারা যাচ্ছেন।

জঙ্গি ঘাঁটির সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল, মসজিদ-গির্জা, হাসপাতালও। এরই মাঝে হামাসের দাবি গত ৭ অক্টোবর ইজরায়েল যুদ্ধ ঘোষণার পর থেকে গাজায় ১০ হাজারের বেশী মানুষ মারা গিয়েছে। তাদের মধ্যে ৪ হাজারেরও বেশী শিশু ও মহিলা। এখনই যুদ্ধবিরতি না হলে মৃত্যুমিছিল আরও বাড়বে বলে হামাসের দাবি।

জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল চাপ দিলেও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি নয়। ইজরায়েলের দাবি, এখন যুদ্ধবিরতি হলে সেই সুযোগে আবার হামাস নিজেদের গুছিয়ে নিয়ে তাদের ওপর হামলা চালাবে। হামাসকে পুরো শেষ করেই যুদ্ধ থামাতে চায় ইজরায়েল।

এদিকে, এখনই যুদ্ধবিরতি না করলে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিল জর্ডন।