Hamas releases three Israeli women hostages from Gaza

ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই ৩ মহিলাকে মুক্তি দিল হামাস (Hamas)। ৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে তারা, যে ভিডিওটিতে ৩ জনকে দেখা গেছে মুক্তি দিতে। যাদের মধ্যে ২ জন ইজরায়েলের সেনা এবং একজন সাধারণ নাগরিক বলে জানা গেছে।

১০৭ দিন ধরে আটকে থাকা মহিলারা জানিয়েছেন যে ভিডিওটি সম্ভবত রবিবার তোলা হয়েছে। সম্প্রতি ইউএন (United Nation) শীর্ষ আদালতের তরফে গাজায় সাধারণ মানুষের হত্যা বন্ধ করার জন্য যা কিছু করার প্রয়োজন তার পক্ষে সওয়াল করা হয়েছে আদালতের তরফে। আর এই রায়ের পরই  হামাসের পক্ষ থেকে ৩ বন্দিকে ছেড়ে দেওয়া হয়।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলে প্রাণ হারিয়েছে ১১৪০ জন নাগরিক। যার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ বলে জানা গেছে।

ইজরায়েলের দাবি যে ২৫০ জনকে পণবন্দী বানানো হয়ছে তার মধ্যে ১৩২ জন গাজাতেই রয়েছে। যার মধ্যে ২৮ জন মৃত।

এদিকে ইজরায়েলের পাল্টা বোমা হামলা এবং স্থল অভিযানের কারণে মৃত্যু হয়েছে ২৬, ০৮৩ জনের।যার ৭০ শতাংশ মহিলা, বাচ্চা এবং কিশোর, কিশোরী রয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।