ইসরায়েলে হামাসের নৃশংস হামলার জেরে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইজরায়েলে হামাসের হামলার পর পর এবার অস্ত্র এবং যুদ্ধ জাহাজ পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা। ইজরায়েলকে সাহায্য করতেই এবার অস্ত্র এবং যুদ্ধা জাহাজ পাঠানোর সিদ্ধান্ত জো বাইডেনের সরকার নিয়েছে বলে খবর। ইজরায়েলকে সাহায্য করতে এবং গাজার হামাসের বিরুদ্ধে লড়তে আমেরিকা সবদিক থেকে তৈরি। শিগগিরই ইজরায়েলে অস্ত্র এবং নৌবাহিনী পাঠিয়ে সাহায্য করা হবে বলে আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলকে সবদিক থেকে সাহায্য করা হবে হামাসের বিরুদ্ধে লড়তে। এমনই জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কয়েক দশক ধরে ইজরায়েল এবং প্যালেস্তাইনের বিবাদ এবার আরও উগ্র রূপ নিতে শুরু করেছে। গত ৩ দিন ধরে ইজরায়েলে হামলা চালাতে শুর করেছে হামাসের জঙ্গি সংগঠন। যার জেরে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে ৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে ইজরায়েলে। যা নিয়ে চাঞ্চল্য ছড়ালে এবার ইজরায়েলের পাশে দাঁড়িয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিল আমেরিকা।