Trump Peace Deal Gaza War: দু'বছর পর গাজায় অবশেষে থামছে যুদ্ধ। অন্তত হামাসের বিবৃতির পর তেমনই আশা। অনেকটা বাধ্য হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) তৈরি করা শান্তি চুক্তি (Peace Deal)-তে কিছু শর্ত রেখে রাজি হল হামাস (Hamas)। পুরোপুরি নিরস্ত্রীকরণে না হলেও, পণবন্দিদের ফেরানোর প্রতিশ্রুতি ও আলোচনায় বসার কথা জানিয়ে হামাস কার্যত ট্রাম্পের প্রস্তাব মেনে নিল। তার তৈরি করা 'শান্তি চুক্তি'তে রাজি না হলে তাদের জন্য নরক অপেক্ষা করছে, হামাসকে এমন চরম হুমকি দিয়ে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তাদের পক্ষে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি অস্তিত্বের সঙ্কটে তৈরি হলেও, এই পরিস্থিতিতে রাজি না হওয়া ছাড়া আর উপায় না দেখে ঘাড় নাড়ল হামাস। ট্রাম্পের সময়সীমা শেষের ঠিক আগে হামাস জানিয়ে দিল, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি চুক্তিতে বেশ কিছু জায়গায় একমত, তবে কিছু জায়গা নিয়ে তারা আলোচনায় বসতে চায় তারা। ট্রাম্পের শান্তি প্রচেষ্টারও প্রশংসা করেছে হামাস।
জীবিত ও মৃত মিলিয়ে ৪৮ জন পণবন্দিকেই ছাড়ছে হামাস
২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত টপকে ইজরায়েলে ঢুকে সাধারণ মানুষদের পণবন্দি করে গাজায় ধরে রেখেছিল হামাস। সেইসব ৪৮ জন (২০ জন জীবিত+২৮ জন মৃত) পণবন্দিদের ফেরত পাঠাতে রাজি হল হামাস। তবে গাজা ভূখণ্ড থেকে তাদের সরে যাওয়া ও সেখানকার ভবিষ্যত নিয়ে তারা আলোচনা চায়। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যস্থতাকারী (ট্রাম্প) নেতৃত্বাধীন আলোচনায় অবিলম্বে বসতে প্রস্তুত। তবে ইজরায়েলের সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহারের আগে তারা অস্ত্র ছাড়তে রাজি নয়। পাশাপাশি হামাস গাজায় বিদেশি সেনা মোতায়েনেরও বিরোধিতা করেছে।
দেখুন গাজা যুদ্ধ ও হামাসের বিবৃতি নিয়ে কী জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প
BREAKING:
Donald Trump tells Israel to stop bombing Gaza after Hamas agrees to release all the remaining hostages. pic.twitter.com/ptwRBoXMmB
— Evan Kilgore 🇺🇸 (@EvanAKilgore) October 3, 2025
হামাসের বিবৃতিতে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ট্রাম্প
হামাসের এই ঘোষণায় উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট TruthSocial-এ এই বিষয়ে পোস্ট করলেন। সেই পোস্টে ট্রাম্প লিখলেন, ‘‘আজ সত্যিই বিশেষ একটি দিন। হামাসের বিবৃতি গাজায় স্থায়ী শান্তির জন্য প্রস্তুতির প্রমাণ।"তিনি আরও জানান, শান্তি পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে আলোচনাও ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই পোস্টেই হামাসের বিবৃতিকে স্বাগত জানানোর পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহুকে নির্দেশের সুরে ট্রাম্প লেখেন, "পণবন্দিদের নিরাপদে উদ্ধার করার জন্য ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে।" তিনি একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তির ওপরও গুরুত্ব দিয়েছেন।
আগামী মঙ্গলবার ইজরায়েলের ওপর আক্রমণে দু বছর পূর্তিতে গাজায় যুদ্ধ থামানোর সরকারি ঘোষণা করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প
ট্রাম্প তাদের বন্ধু দেশ ইজরায়েলকে নির্দেশ দেন, তারা যেন গাজায় আক্রমণ এখনই বন্ধ করে। ট্রাম্পের নির্দেশ মেনে ইজরায়েল গাজায় যুদ্ধ থামানোর প্রক্রিয়া শুরু করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর জানায়, ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নের জন্য ইজরায়েল প্রস্তুতি নিচ্ছে। বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার ইজরায়েলে ঢুকে হামাসের আক্রমণের ২ বছর পূর্তিতে ইজরায়েল ও হামাসের প্রতিনিধিদের পাশাপাশি দাঁড় করিয়ে গাজায় যুদ্ধ থামানোর সরকারি ঘোষণা করতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।