হাফিজ় সইদ Photo Credits: PTI/File

ইসলামাবাদ, ১৯ নভেম্বর: পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত (Pakistan Court) জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa) প্রধান এবং মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে (Hafiz Saeed) ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। অবৈধ তহবিল মামলায় এই সাজা পেয়েছে সে। আজ মোট দুটি মামলায় জামাত-উদ-দাওয়ার প্রধান সাজা পেয়েছে।

তবে এই প্রথম নয় যখন পাকিস্তানের আদালত সন্ত্রাসবাদ মামলায় লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় সংগঠন জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদকে সাজা শুনিয়েছে। ফেব্রুয়ারিতে, হাফিজ সইদ এবং তার সহযোগীদের কয়েকজনকে টেরর ফান্ডিং মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের ১১ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছিল। আরও পড়ুন: New Zealand Police: এই প্রথম উর্দির সঙ্গে হিজাব পরলেন নিউজিল্যান্ডের মহিলা পুলিশ জিনা আলি, কেন জানেন?

২০০৮ সালে মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হল হাফিদ সইদ। রাষ্ট্রসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই সইদক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। গত বছরের জুলাইয়ে সন্ত্রাসবাদে অর্থ দেওয়ার অভিযোগে হাফিজ সইদকে গ্রেপ্তার করা হয়েছিল।