ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই এবার সাধারণ মানুষের সাহাযার্থে এবার গাজার জর্ডানিয়ান ফিল্ড হাসাপাতাল এলাকায় আকাশ পথে ওযুধ পাঠানোর ব্যবস্থা করলেন জর্ডনের রাজা কিং আবদুল্লা।
নিজের এক্স হ্যান্ডেলে গাজাতে সাহায্য পাঠানোর কথা জানান তিনি। রাফা বর্ডার ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ দেরিতে পৌছানোর কারণে এবং যুদ্ধে আহতদের সাহায্যার্থে এই ওযুধ পাঠানোর সিদ্ধান্ত নেন জর্ডনের রাজা কিং আবদুল্লা দ্বিতীয়।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের অনুমতি পরই জর্ডনের বিমান গাজায় এসে জরুরী ওষুধ পাঠানো ব্যবস্থা করা হয়।গাজায় বোমা বর্ষনের জেরে ১ নভেম্বর ইজরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় জর্ডন।
জর্ডনের বিদেশমন্ত্রী জানিয়েছেন যে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তারা সবরকমের চেষ্টা চালিয়ে যাবেন। এবং নিজেদের তরফ থেকে সাধারণ নাগরিকদের জন্য সাহায্যও পাঠিয়ে যাবেন তারা।
১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী যাতে ইজরায়েল ও প্যালেস্তাইনের দুটি আলাদা রাষ্ট্র তৈরী করা যায় সেই ব্যাপারেও নিজেদের মতামত জানিয়ে এসেছে জর্ডন।
Jordan air drops medical aid to Gaza (IANS IN ISRAEL)#IsraelPalestineWar
Read: https://t.co/FkuWkKDtLp pic.twitter.com/DWPfFpwn2j
— IANS (@ians_india) November 6, 2023