Gaza (Photo Credit: Twitter)

ইজরয়েলি সেনার হামলায় নিজেদেরই ৩ জন পণবন্দীকে মেরে ফেলার অভিযোগ উঠল। টাইমস অফ ইজরায়েলের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। যদিও এই ঘটনার দায় স্বীকার করেছে আইডিএফ প্রধান হ্যাগেরি।

হামাসের হাত থেকে কোনভাবে পালিয়ে ওই এলাকায় অবস্থান করেছিল ৩ বন্দি। যেখানে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে।

আইডিএফের মুখপত্রের তরফে জানানো হয়েছে যে, হামলার পর যখন পরিচিতি পরীক্ষা করে দেখা হচ্ছিল তখনই এই বিষয়টি উঠে আসে। এবং পণবন্দীদের চিহ্নিত করা হয়। এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানিয়েছেন আইডিএফ সেনা প্রধান।

এছাড়া তিনি জানিয়েছেন, "কিছু ক্ষেত্রে আত্মঘাতী বাহিনীকে খতম করা হয়েছে, ঘটনার পরেই ওই স্থানে থাকা আরও বেশ কিছু হামলাকারীকে খতম করা হয়েছে। "

৩ ইজরায়েলি মৃত্যুর ঘটনায় আইডিএফের তরফে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। ৭ অক্টোবরের হামলার পর থেকে ক্রমাগত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। এখো পর্যন্ত ১৮ হাজার প্যালেস্তানীয়ের মৃত্যু হয়েছে এই ঘটনায়।