গাজায় (Gaza) তীব্র বোমাবর্ষণের জেরে এবার আরও খারাপ হয়ে উঠছে সাধারণ মানুষের পরিস্থিতি। পানীয় জলের সমস্যা আরও তীব্র হওয়ার কারণে এবার নোনা জল খেতে বাধ্য হচ্ছে গাজার শিশুরা। এমনই তথ্য জানিয়েছে জাতিসঙ্ঘের সহযোগী এজেন্সী ইউনিসেফ(Unicef)।
ইউনিসেফের মুখপত্র টবি ফ্লিকার জানিয়েছেন গাজায় যে সাহায্য পাঠানো হয়েছে তা যথেষ্ট নয়।তিনি দ্রুততার সঙ্গে সাহায্য পাঠানোর জন্য আবেদন জানান।৭ ই অক্টোবর হামাসের আক্রমনের পর থেকে ক্রমাগত বোমাবর্ষনের মাধ্যমে গাজাকে প্রায় ধ্বংসস্তুপে পরিণত করেছে ইজরায়েল। বেড়েছে নিহতের সংখ্যাও। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
যদিও বিভিন্ন স্থান থেকে যুদ্ধবিরতির কথা বলা হলেও তাতে কোনরুপ কর্ণপাত করেনি ইজরায়েল।একপ্রকার জাতিসংঙ্ঘের তোয়াক্কা না করেই হামাসের বিরুদ্ধে হামলা জারি রেখেছে ইজরায়েল। এর ফলে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্যালেস্তাইনের সাধারণ মানুষ।
As #Gaza faces shortage of essentials, people were forced to give salty water to their kids, #UN children aid agency #UNICEF said.
The shortage that Gaza was facing has been raised to another level, UNICEF spokesperson Toby Fricker. Talking about aid supplies, Fricker said aid… pic.twitter.com/1RepdUer2R
— IANS (@ians_india) October 30, 2023