ঢাকা, ২৩ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Bangabandhu Sheikh Mujibur Rahman)মরণোত্তর গান্ধি শান্তি পুরস্কার (Gandhi Peace Prize 2020) দেওয়ার জন্য ভারত সরকারকে কৃতজ্ঞতা জানাল বাংলাদেশ সরকার (Bangladesh Govt)। তারা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ-ভারতের নিবিড়তর সম্পর্কের জন্য একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি, যখন উভয় দেশ যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। ঢাকা জানিয়েছে, এই পুরস্কার বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের।
বঙ্গবন্ধুর প্রতি সম্মানজনক পুরস্কার প্রদানের জন্য ভারত সরকারের সিদ্ধান্তকে স্বীকার করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে বলেছে যে এটি বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের বিষয়। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বছরে সম্মানটি বিশেষ তাৎপর্যপূর্ণ যখন বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পথে, যার ভিত্তি বঙ্গবন্ধু রেখেছিলেন। মানুষের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তি, অনাহার, দারিদ্র্য ও শোষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু দীর্ঘকালীন সংগ্রামের স্বীকৃতি হিসাবে এই পুরস্কারটি আসে। বাংলাদেশের মানুষ দুই মহান নেতা বাপু এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। যাঁদের মূল্যবোধ ও আদর্শ আজও নিপীড়ন, অবিচার ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে শান্তির বিশ্ব গড়ার জন্য আরও বেশি প্রাসঙ্গিক। আরও পড়ুন: US Mass Shooting: আমেরিকায় বন্দুক বাজের হামলায় মৃত ১০