Gandhi statue vandalised by pro-Khalistanis Photo Credit: Twitter@MattooShashank

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইতালি যাচ্ছেন নরেন্দ্র মোদী। ইতালির ফাসানোতে ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হবে পশ্চিমের সাত শক্তির রাজনৈতিক জোট জি-৭ এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রওনা দেবেন নরেন্দ্র মোদী।  গত দুইবারের প্রধানমন্ত্রীত্বের মেয়াদে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যে সম্পর্ক গড়েছেন, এবার তার আরও উন্নতি চান।সেই লক্ষ্যেই জি–৭–এর ৫০তম সম্মেলনকে পশ্চিমের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

তবে নরেন্দ্র মোদীর ইতালি সফরের আগে বড়সড়  তান্ডব চালাল খলিস্তানপন্থীরা। ইতালিতে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করে সেখানে খলিস্তানপন্থী স্লোগান লিখে রাখতেও দেখা যায়। জি-৭ বৈঠকের জন্য প্রধানমন্ত্রী মোদির ইতালি সফরের ঠিক কয়েকদিন আগে সেটি নজরে আসে। দেখুন সেই ছবি-