প্যারিস, ১৭ ডিসেম্বর: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ উপসর্গ দেখা দেওয়ার পরে পরীক্ষা করিয়েছিলেন এবং এখন সাত দিনের জন্য তিনি আইসোলেশনে থাকবেন। তবে প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাবেন বলে বলে এক কর্তা জানিয়েছেন।

রাষ্ট্রপতির অফিসের তরফে বলা হয়েছে, ম্যাক্রোঁ দূরে থেকেই কাজ চালিয়ে যাবেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অন্য সমস্ত বৈঠক করা হবে। এছাড়াও নির্ধারিত লেবাননে সফর সহ আসন্ন সমস্ত সফর বাতিল করবেন। আরও পড়ুন: COVID-19 Vaccine Administered in US: মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে গেল ফাইজার-বায়োএনটেকের প্রথম টিকাকরণ, টুইটে অভিনন্দন জানালেন ট্রাম্প

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়াতে চলতি সপ্তাহেই ফ্রান্সে রাতে জারি করা হয়েছে কারফিউ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ফ্রান্সে ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছেন প্রায় ৬০ হাজার জন।