পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan)-কে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শুরুতে তোষাখানা-কাণ্ডে তিন বছরের জেলের সাজা শোনানো হয় ইমরানকে। ক্ষমতা হাতছাড়া হওয়ার পর ইমরান এখন সব হারিয়ে জেলে। ইমরান জেলে ঠিক কেমন আছেন তা নিয়ে স্পষ্ট কোনও খবর পাওয়া যাচ্ছিল না। তবে এবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ জেলে সাধারণ বন্দিদের মতই রাখা হয়েছে ইমরান খানকে। জেলের একেবারে ছোট সেলে বন্দি ইমরান। কে বলবে, ক মাস আগেও তিনি দেশের মসনদে বসে ছিলেন। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। গত বছরের নভেম্বরে 'হত্যার উদ্দেশ্যে' ইমরান খানের উপর হামলা হয় বলে অভিযোগ ছিল।
জেলবন্দি ইমরানের দুর্দশার আরও বড় ভয়ানক দিক হল, তাঁকে সেলে খোলা বাথরুমে স্নান থেকে সব কিছু করতে হয়। জেলবন্দি ইমরানের সবটাই ধরা হয় সিসি ক্যামেরায়। সামান্যতম গোপনীয়তা তো দূরের কথা, জেলের সাধারণ কর্মীরাও ইমরানের সেলের সিসিটিভি ভিডিয়ো দেখতে পারেন। শোনা যাচ্ছে, জেলা আদালতের এক বিচারক ইমরান জেলে কেমন আছেন তা দেখতে গিয়েছিলেন।
গ্রেফতার হওয়ার আগে ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে জেলে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে।