নয়াদিল্লিঃ তিন দিনের বিদেশ সফর সেরে, মঙ্গলবার নিউ ইয়র্ক(New York) থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। অন্যদিকে এরই মাঝে নিউ ইয়র্কেই বাংলাদেশের(Bangladesh) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের(Touhid Hossain) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(Foreign Minister S Jaishankar)। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় জয়শঙ্কর বলেছেন, “আজ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হল। এই বৈঠইঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে।” পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। তবে এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা তা প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, এই সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, মহম্মদ ইউনুস। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সেই প্রস্তাব ফেরানো হয়। মোদীর এই সফরে পূর্বপরিকল্পিত একাধিক কর্মসূচি থাকায় সময়ের অভাবে এই বৈঠকে সম্মতি জানানো যায়নি বলে সরকারি সূত্রে খবর।
জয়শঙ্করের সঙ্গে বৈঠক সারলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
Had a meeting with Foreign Affairs Adviser Md. Touhid Hossain of Bangladesh in New York this evening.
The conversation focussed on our bilateral ties. pic.twitter.com/UNtNyHGHyQ
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 24, 2024