পাকিস্তানে অনিয়মিত বা বৃষ্টির অভাবে খরা বড় বেশ সমস্যা। এবার সেই সমস্য়া সমাধানে আর্টিফিসিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টির প্রযুক্তি নিয়ে এল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহির সহায়তায় ইমরান খানের দেশে কৃত্রিম বৃষ্টি নেমে গেল। কৃত্রিম মেঘ তৈরির পর হয় এমন বৃষ্টি।
পাকিস্তানের বড় শহর লাহোরের দশটি জায়গায় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে কত্রিম বৃষ্টিতে ভাসল। কৃত্রিম বৃষ্টিতে ভিজে লাহোরবাসীর দিন কাটাল।
দেখুন ভিডিয়ো
ہFor the first time in the history of Pakistan The caretaker government has artificially rained in Lahore!! Artificial rain in Lahore, with the support of UAE, it rained at ten places in the city
— Pakistan Tourism (@PakistanJannatt) December 16, 2023