বেজিং, ৯ অক্টোবর: চিনে ভয়াবহ বন্যা (China Flood)। এত বড় বন্যা চিনের শানঝিতে গত দশ বছরে হয়নি। ভয়াবহ এই বন্যার প্রভাব এতটাই বেশি ৫৫ হাজার মানুষ ঘরছাড়া। যে অঞ্চলে এই বন্যা হয়েছে তাতে অনেক কয়লার খনি, কেমিক্যাল প্লান্ট রয়েছে। সেসবের বেশিরভাগই জলের তলায়। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য এতই নজরকড়া বহু পর্যটক সেখানে আসেন। কিন্তু এখন শুধু জল আর জল। এই অঞ্চলের যত মেট্রো স্টেশন আছে, সেসবই ডুবে গিয়েছে জলের তলায়।
দেখুন ছবি
Flood in China's Shanxi province following heavy rain in recent week.
destroying railways and displacing more than 20,000 people - Global Times
It also forced 27 coal mines to shut and affected more. https://t.co/oHs7tbPKHT
— Yan Qin (@YanQinyq) October 8, 2021
গোদের ওপর বিষ ফোঁড়ার মত সেখানে এখনও রেকর্ড বৃষ্টিপাত হয়েই চলেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বাড়ি ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের কাজটা কঠিন হয়ে পড়েছে দুর্গম অঞ্চলে। আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৫০
দেখুন ভিডিও
#China's Shanxi province was hit by heavy rain & floods as the rainfall broke the record
Yuncheng section of Fenhe River in Shanxi Province is facing largest flood in 40 yrs
Yuncheng has initiated a level III emergency response for flood & Xinjiang County evacuated overnight pic.twitter.com/y95rF3IHql
— 🇨𝐲𝐛𝐞𝐫🇻𝐢𝐩𝐞𝐫™☢️ ͬ ͤ ᷮ ͦ ͬ ͭ ᷤ (@Kaala_Nag) October 8, 2021
লেভেল থ্রি এমার্জেন্সি জারি করা হয়েছে সেখানে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কবে থামবে তা এখনও সেখানকার আবহাওয়া দফতর বলতে পারছে না। চিনে বন্যা একটা বড় সমস্যা। এই বন্যার ভয়বহতা এতই বেশি যে প্রশাসন চিন্তায়। আপাতত চিনা প্রশাসন এই বন্যার উদ্ধারকাজে ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ফেলেছে।