Flights from Pokhara International Airport (Photo Credit: X@Ujyaalo)

বুধবার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানে সরাসরি বিমান পরিষেবা শুরু হয়েছে। ইউনিভার্সাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে চারটি চার্টার বিমান পরিষেবার কথা ঘোষণা করেছিল, কিন্তু বিভিন্ন কারণে এই বিমান পরিষেবা চালু হয়নি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইট পরিষেবা শুরু হয়েছে।

পোখরা মেট্রোপলিটন পুরসভার মেয়র ধনরাজ আচার্য জানিয়েছেন, বুধবার সকালে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটান এয়ারের পোখরা-পারো (ভুটান) সরাসরি বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ভুটান এয়ার এবং এর নেপাল-ভিত্তিক প্রতিনিধি, ইউনিভার্সাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বিমান সংস্থার আমন্ত্রণে প্রথম ফ্লাইটে থিম্পুতে পৌঁছেছে। মেট্রোপলিটন পুরসভার প্রধান আচার্য জানিয়েছেন , ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালি ফিরে আসা বিমানটি পোখরা থেকে মোট নয়জন অতিথি এবং ক্রু সদস্যকে নিয়ে নিরাপদে পারোতে অবতরণ করেছে।