Eid-ul-Fitr (Photo Credit: Pixabay)

Eid 2025: রমজান মাস প্রায় শেষের দিকে। হিজরি ১২ মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। এই দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ঈদুল ফিতর আগামী সোমবার ৩১ মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন।

চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয়। নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না। বিশ্বের বিভিন্ন মুসলমানের জন্য এটি ভিন্ন দিনে হয়। ২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে, মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী ৩১ মার্চ। ওইদিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে।

ঈদ কি?

ঈদ আরবি শব্দ, যার অর্থ 'উৎসব' বা 'ভোজ' । তবে এটি সাধারণত 'উদযাপন' অর্থে ব্যবহৃত হয়। বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ দুটি প্রধান উৎসব উদযাপন করে। একটি হল ঈদুল ফিতর, যার অর্থ ‘রোজা ভাঙার উৎসব’ এবং অন্যটি হল ঈদুল আযহা যার অর্থ ‘ত্যাগের উৎসব’।