Photo Credit (Twiter)

রাশিয়ার সদস্যপদ খারিজ করল অর্থনৈতিক দুর্নীতি ও সন্ত্রাসমূলক কার্যকলাপ বিরোধী সংস্থা FAFT। এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে যে,  বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যে নিরাপত্তা, ঐক্যভাব তা রাখতে অসমর্থ রাশিয়ান ফেডারেশন। সেই কারনে তার সদস্য পদ খারিজ করা হচ্ছে ।

এর পাশাপাশি ইউক্রেনের ওপর নিয়মনীতির তোয়াক্কা না করে যেভাবে সামরিক বাহিনী দিয়ে হামলা করা হচ্ছে, তা অনৈতিক। এবং সেই সামরিক বাহিনী সম্পূর্ণ রুপে তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে এফএএফটির তরফে। এক বছর ধরে যুদ্ধের পর যে পরিমান ক্ষতি ইউক্রেনের নাগরিকরা ভুগছেন তার জন্য সহানুভূতিও জানিয়েছেন তাঁরা।

শুধু তাই নয় রাশিয়া অস্ত্র বিক্রি করছে সেইসব দেশগুলিকে  যাদের ওপর বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আগে থেকেই চাপিয়ে রেখেছে ইউনাইটেড নেশন। এমনটাই অভিযোগ করেছে এই সংস্থা।

যদিও এফএএফটি থেকে সরিয়ে দেওয়া হলেও গ্লোবাল মেম্বার হিসেবে এবং ইউরেশিয়ান গ্রুপ অফ মানি লন্ডারিং এর সদস্য হিসেবে যুক্ত থাকছে রাশিয়া।