ছবি ট্যুইটার

তানজানিয়া, ৩ জুন: 'যান, আগে ঠিকমতো পোশাক পরে আসুন।' এই বলেই তানজানিয়ার এক মহিলা সাংসদকে (Female MP) সংসদকক্ষ থেকে বের করে দেওয়া হয়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

সম্প্রতি তানজানিয়ার (Tanzania) সংসদ ভবনে হাজির হন এক সাংসদ। হলুদ রঙের টপের সঙ্গে কালো ট্রাউজার (Tight Pants) পরে সেখানে হাজির হন তিনি। ট্রাউজার, টপ পরা সাংসদকে দেখে অনেকেই জোর সমালোচনা শুরু করে দেন। ঠিক মতো পোশাক পরে তিনি যাতে সংসদভবনে প্রবেশ করেন, এমন নিদান দেওয়া হয় অন্যদের তরফে।

 

তানজানিয়ার ওই মহিলা (Women) সাংসদের ছবি এবং তাঁর প্রতি হওয়া বিদ্রুপ প্রকাশ্যে আসতেই তা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেন এই ধরনের পোশাক পরে সংসদ ভবনে ওই মহিলা সাংসদ হাজির হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, ওই ধরনের পোশাক পরে সমাজকে কী বার্তা দেবেন ওই মহিলা, তা নিয়েও সরব হন অনেকে।