কাবুলে বিস্ফোরণ (Photo: Twitter)

কাবুল, ২৯ অগাস্ট: আফগানিস্তানের (Afghanistaan) রাজধানী কাবুলে (Kabul) আবারও বিস্ফোরণ। জানা যাচ্ছে, একটি বাড়ি লক্ষ্য করে রকেট (Rocket) হামলা চালানো হয়েছে। কাবুল বিমানবন্দর থেকে কয়েক মাইল দূরে খাজেহ বাঘরা এলাকায় একটি বাড়িতে রকেটটি আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন আইএসআইএস-কে জঙ্গিদের লক্ষ্য করে কাবুলে সামরিক হামলা চালিয়েছে মার্কিন সেনা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কাবুল বিমানবন্দরের কাছে পর পর দু’টি আত্মঘাতী বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় বিমানবন্দরের অ্যাবে গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দরের খুব কাছেই ব্যারন হোটেলের সামনে। ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলায় দায় স্বীকার করেছে আফগানিস্তানে আইএসআইএস-খোরাসান। আরও পড়ুন: Afghanistan Crisis: রাজনৈতিক অনিশ্চয়তা, আগামী ৪ মাসে ৫ লাখ মানুষ আফগানিস্তান ছাড়তে পারেন

আইএসআইএস-খোরাসান এবং তালিবান উভয়ই অতীতে কাবুল ও তার আশপাশের আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়েছে।