প্রাক্তন চিলি প্রেসিডেন্ট সেবাস্চিয়ান পিনেরার(Sebaschian pinera) মৃত্যু। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের। দক্ষিণ চিলির লস রিওস এলাকাতে হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে জানা গেছে।
হেলিকপ্টারটি ৪ জন যাত্রী নিয়ে যাচ্ছিল, যার মধ্যে তিনজন অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় বৃষ্টিপাত হচ্ছিল তাই এই ঘটনার পেছনে আবহাওয়া দায়ী কিনা সেই বিষয়ে পরিষ্কার বলা যাচ্ছে না।
দুর্ঘটনাস্থল থেকে চিলি নৌবাহিনীর সদস্যদের তরফে পিনেরার মৃতদেহ উদ্ধার করা হয়।৭৪ বছর বয়সী পিনেরা ২০১০ সাল থকে ২০১৪ সাল পর্যন্ত চিলির প্রেসিডেন্ট ছিলেন। জাতীয় মর্যদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক (Gabriel Boric) ৩ দিনের শোক পালন করার কথা জানিয়েছেন।
চিলিতে ইতিমধ্যে আগুনের ভয়াবহ কাণ্ডে ১২০ জনের মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতার জেরে তাপমাত্রা বেড়েছে। সেখানে আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রার প্রভাব পাশের দেশগুলিতেও প্রভাব ফেলেছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় দাবানলের সেই আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গেছে।
Former President of Chile Sebastian Pinera dies in helicopter crash
Read @ANI Story | https://t.co/I4zDLhVBOO #Chile #SebastianPinera #helicoptercrash pic.twitter.com/CnA4SI2jmk
— ANI Digital (@ani_digital) February 7, 2024