বার্লিন, ১৭ জুলাই: জার্মানে (Germany) প্রবল বৃষ্টিপাতের জেরে বানভাসি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০। বেশ কিছুদিন ধরে একটানা মুষলধারে বৃষ্টিপাত হয়। প্রায় দু'মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়া সম্ভব দক্ষিণ ইউরোপে দু'দিনে ততোধিক বৃষ্টিপাত হয়েছে। জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবুর্গ জলের তলায় ডুবে। এমন ভয়াবহ বন্যা আগে কখনও দেখেননি দেশবাসী।
শুক্রবারই খবর আসে, জার্মানের রাইনেল্যান্ড-পালাটিনেট (Rhineland-Palatinate) ও নর্থ রাইনে-ওয়েস্টফালিয়ায় (North Rhine-Westphalia) প্রবল বৃষ্টির কারণে বন্যার কবলে প্রাণ গেছে ৮০ জনের। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। শুধু রাইনেল্যান্ড-পালাটিনেটে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছিল। আরও পড়ুন, দেশ জুড়ে বাড়ছে সংঘর্ষ, শান্তির আশায় তালিবানের সঙ্গে আফগান সরকারের বৈঠক
এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ বলে জানা গেছে। উদ্ধারকাজে প্রায় ৮৫০ জনের সেনাবাহিনী নামানো হয়েছে। মৃতের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। উদ্ধারকাজ যত এগোবে আরও কত মৃতের সংখ্যা বাড়বে তা নিয়ে চিন্তায় প্রশাসন। ভয়াবহ বন্যার জেরে ঘর, বাড়ি ধ্বংস হয়ে গেছে। ভেসে গিয়েছে শয়ে শয়ে গাড়ি। প্রায় ৩,৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসাও দেওয়া হচ্ছে। নেদারল্যান্ডে প্রায় ১০,৭০০ জনকে সরিয়ে আনা হয়েছে।