Syria Situation (Photo Credit: X)

ব্রাসেলস, ২০ মে: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপিয়ান ইউনিয়ান (European Union। সিরিয়া (Syria)-র ওপর থেকে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হল ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের ২৭টি দেশকে নিয়ে গড়া EU-সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে সব ধরনের সাহায্যও করতে চায়। বাসার আল আসাদের দীর্ঘ ২৪ বছরের অপশাসনের পর মুক্ত হয়েছে সিরিয়া। সিরিয়া মানেই যুদ্ধ, বিস্ফোরণ, একনায়কতন্ত্র। এই ভাবমূর্তি মুছতে মরিয়া সিরিয়ার নতুন প্রশাসন।

ট্রাম্পও সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেছেন

সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা (Ahmed al-Sharaa)-র সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন ট্রাম্প।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইউরোপিয়ান ইউনিয়ন

ঠিক কতটা গরীব সিরিয়া

১৩ বছরের একটানা গৃহযুদ্ধে রক্তাক্ত সিরিয়ার ৯০ শতাংশেরও বেশী মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। ১ মার্কিন ডলারের মূল্য এখন ২৭ হাজার সিরিয়ান পাউন্ডে (SYP) পৌঁছে গিয়েছে। দীর্ঘ বেশ কয়েকবছর পুতিনের ছায়া থেকে আমেরিকা, ইউরোপকে ছাড়াই দেশ চালাতে গিয়ে সিরিয়ার সাধারণ মানুষকে কার্যত অভুক্ত রেখিছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল-আসাদ।  মার্কিন ও ইউরোপিয়ান নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ায় নতুন সূর্য ওঠার আশায় সেখানকার মানুষ।