Turkish President Recep Tayyip Erdogan. (Photo Credits: Twitter)

ইস্তানবুল, ২৮ মে: তুরস্ক প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ৫০ শতাংশের বেশী ভোট পেয়ে জয় নিশ্চিত করে সিংহাসনে ফেরা নিশ্চিত করলেন এরদোগান (Recep Tayyip Erdoğan)। ক মাস আগে তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন আম জনতা। তখনই এসে পড়ে প্রেসিডেন্ট নির্বাচন। যাবতীয় সমীক্ষায় পিছিয়ে ছিলেন এরদোগান। কিন্তু সব সমীক্ষাকে ভুল প্রমাণ করে ফের তুর্কির গদিতে ফিরলেন অপ্রতিরোধ্য এরদোগান।

প্রথম পর্যায়ে এগিয়ে থাকলেও ৫০ শতাংশ ভোট পাননি এরদোগান। তবে এবার পেলেন। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে এরদোগান পেলেন প্রায় ৫৩ শতাংশ ভোট। সেখানে তাঁর মূল প্রতিপক্ষ ম্য়াজিসিয়ান কামাল কিলিকদারোগ্গু পেলেন ৪৭ শতাংশ ভোট। আরও পড়ুন-পটনায় ১২ জুন বিরোধী দলের নেতাদের প্রথম বৈঠক, থাকছেন মমতা

দেখুন টুইট

২০১৪ সাল থেকে দেশের প্রেসিডেন্ট পদে আছেন এরদোগান। এবার নিয়ে মোট তিনবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। তার আগে তিনি প্রধানমন্ত্রী ও ইস্তানবুলের মেয়র ছিলেন। এবার নিয়ে মোট ১১ বার নির্বাচনে জিতলেন তিনি।