English Channel Tragedy: ব্রিটেনে যাওয়ার পথে ভয়াবহ নৌকাডুবি ইংলিশ চ্যানেলে, মৃত্যু ৩১ অভিবাসীর
English Channel (Photo Credit: Twittter)

দিল্লি, ২৫ নভেম্বর: ফের ডুবল অভিবাসীদের (Migrants) নৌকা। ব্রিটেনে যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে (English Channel) ডুবে যায় অভিবাসীদের একটি নৌকা। যার জেরে ৩১ জনের মৃত্যুর খবর মেলে।  অভিবাসীদের নৌকাডুবির ঘটনায় যা এ যাবৎকালের অন্যতম বড় দুর্ঘটনা বলে জানানো হয় ফ্রান্সের (France) তরফে।

ফ্রান্সের অভ্যন্তরীন মন্ত্রী জানান, যে নৌকা করে অভিবাসীরা ব্রিটেনে যাচ্ছিলেন, সেখান কমপক্ষে ৩৪ জন ছিলেন। ইংলিশ চ্যানেলে ওই দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ৩১ জনের মৃত্যুর খবর মেলে। বাকি ২ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে মহিলা এবং কিশোরীও রয়েছেন। তবে ওই নৌকায় থাকা একজনের খোঁজ এখনও মেলেনি। জানা যায়, নৌকাডুবির পরপরই ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: Shah Rukh Khan: জেল থেকে বেরিয়ে আরও চুপ আরিয়ান, ছেলেকে স্বাভাবিক ছন্দে ফেরাতে 'লাইফ কোচের' দ্বারস্থ শাহরুখ

সুদান, ইরাক, আফগানিস্তান (Afghanistan) সহ আরও কয়েকটি দেশ থেকে বিভিন্ন সময় একাধিক মানুষ  ইউরোপ, আমেরিকায় পাড়ি দেন ছোট ছোট বোট অর্থাৎ নৌকায় করে। ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন অভিবাসীরা।