বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডব্লিউ এইচ ও (WHO) এমপক্স সংক্রমণকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের ক্ষেত্রে আপৎকালীন অবস্থা ঘোষণা করার একদিন পরেই প্রথম এমপক্স আক্রান্তের কথা জানাল সুইডেন। এর ফলে আফ্রিকা মহাদেশের বাইরে অতি সংক্রামক এম্পক্স ভাইরাস সংক্রমণের প্রথম দেশ হল সুইডেন। আক্রান্ত রোগী, আফ্রিকা অঞ্চলে গিয়ে সংক্রমিত হন বলে মনে করা হচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় এই রোগের প্রকোপ দেখা দেবার পর দু বছরের মধ্যে দ্বিতীয় বার এমপক্সে জনস্বাস্থ্য়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করল ডব্লিউ এইচ ও।
সূত্রের খবর অন্যান্য দেশেও তা ছড়িয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স এর কেস পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টকে উদ্ধৃত করে এআরওয়াই নিউজ (ARY News) জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসা একজন ব্যক্তির ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করার পরে পাকিস্তান বছরের প্রথম মাঙ্কিপক্স কেস নিশ্চিত করেছে। মারদানের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ৩অগস্ট পাকিস্তানে এসেছিলেন এবং পেশোয়ারে আসার পরপরই তাঁর এমপক্স এর লক্ষণগুলি দেখা যায়। এরপর পরীক্ষার জন্য তিনি হাসপাতালে পৌঁছলে তাঁর শরীরে এমপক্সের ভাইরাস পাওয়া যায়।
Sweden has reported the first case of Mpox’s more severe variant known as Clade 1.
It is the first case of this variant to be reported in Europe. pic.twitter.com/hYazRMExXZ
— Pop Base (@PopBase) August 15, 2024