
Emirates: লাভের পুরো কৃতিত্ব কর্মচারীদের। তাই রেকর্ড লাভ করা দুবাইয়ের বিমানসংস্থা 'এমিরেটস' তাদের কর্মীদের ২২ সপ্তাহের বোনাস দিচ্ছে। শীঘ্রই এমিরিটস-এর কর্মচারীরা বোনাস হিসেবে পাবেন তাদের ২২ সপ্তাহ বা ১৫৪ দিনের বোনাস। তার মানে মাসিক ৫০ হাজার টাকার পারিশ্রমিকে কাজ করা এমিরেটসের কর্মীরা প্রায় আড়াই লক্ষ টাকা বোনাস হিসেবে পাবেন। সংযুক্ত আরব আমিরশাহির আন্তর্জাতিক বিমান সংস্থা 'Emirates'রেকর্ড মুনাফা করেছে।
বিশ্বজুড়ে চলা টলমল অর্থনীতির মাঝেই মোটা লাভ এমরিটেসের
দুনিয়া জুড়ে চলা চরম আর্থিক অচলাবস্থা, ডোনাল্ড ট্রাম্পের অঘোষিত বানিজ্য যুদ্ধের মাঝেও বড় অঙ্কের অর্থ লাভ করেছে Emirates। শুধু লাভ নয়, ২০২৪-২৫ অর্থবর্ষ শেষে এমিরেটস বিমান সংস্থার লাভ তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশী হয়েছে।
কর্মীদের মোটা বোনাস এমিরেটস-এর
BUSINESS: Emirates will pay a 22-week bonus to eligible employees after it posted a record profit for the past financial year. pic.twitter.com/0e6PrzXWYQ
— The Spectator Index (@spectatorindex) May 11, 2025
ফ্লাই বেটার, ফ্লাই এমিরেটস
'ফ্লাই বেটার, ফ্লাই ফাস্টার' মানে আরও ভাল করে উড়ুন, আরও দ্রুত উড়ুন। এই ক্যাপশনের মাধ্যমে নিজেদের প্রচার করা এই কোম্পানি বাস্তবেও তেমনটা করতে পেরেছে। একঘেয়ে ও শরীরের ওপর চাপ পড়া বিমান সফরকে অনেক আরামদায়ক ও আকর্ষণীয় বানিয়েছে এমিরেটস।পাশাপাশি সঠিক সময়ে বিমান ছাড়া ও যাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যাপারেও নিজেদের কথা রাখায় এমিরেটস এখন দুনিয়ার বিমানযাত্রীদের এক নম্বর পছন্দ। সেই সুবাদে তাদের লক্ষ্মীর ভাঁড়ার ফুলে ফেঁপে উঠেছে।