ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প (ছবিঃ Wikimedia Commons FB)

নয়াদিল্লিঃ বন্ধুদের কারণে ডোনাল্ড ট্রাম্পের (US president Donald Trump)নির্বাচনী প্রচারে এসেছিলেন ইলন মাস্ক (Elon Musk)। বিনিয়োগ করেছিলেন প্রচুর টাকা। বন্ধুত্বের প্রতিদান দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই টেসলা কর্তার জন্য একটি বিভাগ তৈরি করে দেন। এতদিন সেই বিভাগের দায়িত্ব ছিল ইলন মাস্কের কাঁধেই। কিন্তু এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মাস্ক। বুধবার ধনকুবের ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব থেকে ইতি টেনেছেন তিনি। ইলন মাস্কের পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সির তরফে।তবে কি 'বন্ধু' ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বে চিড় ধরেছে? জল্পনা বিভিন্ন মহলে।

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে অব্যাহতি ইলন মাস্কের

উল্লেখ্য, বিশেষ সরকারি কর্মী হিসেবে মাস্ককে ওই পদে নিয়োগ করা হয়েছিল। এই চুক্তিতে ১৩০ দিন কোনও ব্যক্তি সরকারের জন্য কাজ করতে পারেন। কিন্তু সেই সময়সীমা পাড় করার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি মাস্কের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার পর কম সমালোচনার মুখে পড়তে হয়নি টেসলা কর্তাকে। এমনকী এই সিদ্ধান্তের জন্য তাঁর গাড়ির কোম্পানি 'টেসলা'কেও বয়কট করেন কেউ কেউ। কোম্পানির বিক্রিতে ভাটা পড়ে।

বন্ধুত্বে চিড়? ট্রাম্পের দেওয়া প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক