Elon Musk (Photo Credit: ANI)

নিউ ইয়র্ক, ২ নভেম্বর:  ট্য়ুইটারে (Twitter) চাকরি করতে গেলে সপ্তাহে ৭ দিনই যেতে হবে অফিসে। করতে হবে ১২ ঘণ্টার শিফট।  ট্য়ুইটারের কর্মীদের জন্য এমনই নিয়ম বেধে দিলেন এলন মাস্ক। সিএনবিসি সূত্রে এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। ট্যুইটারের মালিকানা পরিবর্তন হতেই, কর্মীদের এমন নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থার তরফে।  ট্যুইটারে বর্তমানে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হচ্ছে।  ট্যুইটারে পরিবর্তন আনতেই সপ্তাহে ৭ দিন যেমন কাজ করতে হবে কর্মীদের, তেমনি প্রত্যেক দিন করতে হবে ১২ ঘণ্টা ধরে কাজ।  মাস্কের নির্দেশ কোনও ব্যক্তি না মানলে, তাঁকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, এলন মাস্ক (Elon Musk) যে নির্দেশ দিয়েছেন, সবার জন্য নয়।  সংস্থার নির্দিষ্ট সংখ্যক কর্মীর জন্য এমন নির্দেশ দেওয়া হয়েছে।  তবে বেশি সময় ধরে কাজ এবং ৭ দিন ধরে অফিস করার জন্য ট্যুইটারের কর্মীরা তার জন্য যেমন বেশি টাকা পাবেন না তেমনি কোনও অতিরিক্ত ছুটিও পাবেন না বলে জানানো হয়েছে।  পাশাপাশি এসব করেও যে চাকরি বজায় থাকবে, মাস্কের সংস্থায় কারও, তেমনি কোনও নিশ্চয়তাও নেই বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ট্যুইটারের ক্ষমতা হস্তগত করার পর সেখানকার বেশ কিছু কর্মীর ৫০ শতাংশ বেতন কাটা হতে পারে।  সংস্থার বিভিন্ন ধরেনর পরিবর্তন আনতেই এলন মাস্ক এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে খবর।