Putin's Secret Daughter: ভ্লাদিমির পুতিন। এই একটা নাম গত বেশ কয়েক বছর ধরে দুনিয়াকে কাঁপিয়ে আসছে। প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার একচ্ছত্র শাসক হয়ে একাই আমেরিকাকে কঠিন চ্য়ালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন। সেই পুতিনের ব্যতক্তিগত জীবন নিয়ে জল্পনা কম নেই। পুতিনের ভালবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক নিয়ে নিত্যনতুন খবর সামনে আসে। তবে ইউক্রেন যুদ্ধে জয়ের কাছে দাঁড়িয়ে থাকা পুতিনের 'অবৈধ কন্যা সন্তান'-কে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এল। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের অবৈধ কন্যা সন্তান হিসেবে পরিচিত এলিজাভেতা ক্রিভোনোগিখ এখন পরিচয় গোপন করে প্যারিসে রয়েছেন। ২১ বছরের পুতিন কন্যা নাকি সাধারণ হয়ে থাকতে, নাইট ক্লাবে ডিজে-র কাজ করেন।
প্যারিসে 'পুতিন কন্যা'র নাম ভ্লাদিমিরোভনা। প্রসঙ্গত, রাশিয়ান ভাষায় ভ্লাদিমিরোভনার অর্থ হল ভ্লাদিমিরের কন্যা। এক বিমান সংস্থার টিকিটের নথির ছোট্ট ক্লু এত গোপন সত্যিটা সামনে এসেছে বলে দাবি।
রাশিয়া ছেড়ে পুতিন 'কন্যা' এলিজাভেতা প্যারিসের এক নাইট ক্লাবে ডিজে হিসেবে কাজ করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর মুখে এলিজাভেতা-কে নিরাপত্তার কথা ভেবে পুতিন ফ্রান্সে সরিয়ে দেন বলে খবর। তাঁর নিরাপত্তায় ক্লাবে লকিয়ে নজর রাখেন রাশিয়ান এজেন্টরা। কিছুতেই যাতে এলিজাভেভার আসল পরিচয় জানাজানি না হয়ে যায়, তার জন্য তাকে DJ-র মত কাজ করতে বলেন পুতিন। এলিজাভেতা-র নিরাপত্তা এখনই খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে।
আত্মগোপন করে প্যারিসে পুতিনের মেয়ে!
🇷🇺 PUTIN’S LOVE CHILD DROPS BEATS IN FRANCE
, 21, rumored secret daughter of Putin, is living her best DJ life in Paris under fake names tied to a dead Putin ally.
Leaked airline manifests tied her pseudonyms to her birthdate and phone number.
Her… pic.twitter.com/E5fc42XSPG
— Mario Nawfal (@MarioNawfal) November 30, 2024
পুতিন ও সেতলানা ক্রিভোনোগিখের মধ্যে অবৈধ সম্পর্কে এলিজাতেভার জন্ম হয় ২০০৩ সালে। রাশিয়ান সরকার স্বীকার না করলেও ইউরোপিয়ান মিডিয়ায় এমন খবর বারবার বলা হয়। সেতলানাকে বিয়ে করেননি পুতিন। তবে সেতলানা এখন রাশিয়ার ধনীতম ব্যক্তিদের অন্যতম।