Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ তীব্র ভূমিকম্পে (Earthquake)কাঁপল আলাস্কা(Alaska) বুধরাতে আচমকাই কম্পন অনুভূত হয় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল . ভূমিকম্পের পর আলাস্কাজুড়ে জারি সুনামি সতর্কতা(Tsunami Warning)।  বুধবার, ভারতীয় সময় রাত টো মিনিটে স্থানীয় সময় দুপুর টো ২৭ মিনিটে আচমকা কম্পন অনুভূত হয় আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল . কেঁপে ওঠে আলাস্কা পেনিনসুলায়।

আলাস্কাইয় ভূমিকম্প হানা, কম্পনের মাত্রা কত?

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে, দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এই ভূমিকম্পের পরই ই আলাস্কা উপদ্বীপের কাছে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দেয়। এরপরই শহরজুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা দক্ষিণ আলাস্কা, কেনেডি, ইউনিমাক পাস, আলাস্কা উপদ্বীপে জারি হয়েছে সতর্কতা ইতিমধ্যেই উপকূলবর্তী নীচু এলাকার মানুষজনদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে উল্লেখ্য, গত বছর জুলাই মাসেও ভূমিকম্পের কবলে পড়ে আলাস্কা সেবার কম্পনের মাত্রা ছিল . সেবার তেমন ক্ষয়ক্ষতি হয়নি আলাস্কার সেদেশে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালে ভূমিকম্পের মাত্রা ছিল . উত্তর আমেরিকার ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

জোড়াল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, জারি সুনামি সতর্কতা